মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটিই জানয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে বাণিজ্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে বাজার মনিটরিং করবে। আর চাল ও ধানের বস্তার গায়ে মিলগেটের দাম লেখা থাকবে, না লিখলেই শাস্তি।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে চাল আমদানির প্রয়োজন নেই, তবে কেউ কমদামে চাল বাজারজাত করতে চাইলে সরকারের আপত্তি নেই।’