এদিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৪৫১ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বলেও ইসি সূত্রে জানা গেছে।
ইসি জানায়, প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করছেন। মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন।
আরও পড়ুন:
প্রবাসী ভোটারদের নিবন্ধনে দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। সেখান থেকে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৬৬ হাজার ২৪৮ জন, মালয়েশিয়ায় ৫৬ হাজার ৬৬৩ জন, ওমানে ৪৭ হাজার ৪৮৪ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৩৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষ জেলা হিসেবে কুমিল্লায় ৮৩ হাজার ৭৭৭ জন, ঢাকায় ৭৭ হাজার ২১৯ এবং চট্টগ্রামে ৭১ হাজার ৫২৫ জন নিবন্ধন করেছেন।
আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসন থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৬৫১ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসনে ১১ হাজার ৪৮ জন এবং নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৯৭৬ জন।





