এরআগে গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরের কার্গো সেন্টারে নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:
এসময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সন্দ্বীপ ও রাউজানের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ।
গত ৮ অক্টোবর, ওমানের রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার দূরে বন্দর শহর দুকুমের সিদরা এলাকায়, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ ৮ প্রবাসী বাংলাদেশি।





