স্টল থেকেই প্রবাসী ও বিদেশগামীদের তাৎক্ষণিক সেবাদানের পাশাপাশি নানা পরামর্শ দেয়া হচ্ছে। শুধু প্রবাসী শ্রমিক নয়, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য স্টল ছিল। একছাদের নিচে সব সেবা পেয়ে উচ্ছ্বসিত চাকরিপ্রার্থীরা।
এক চাকরিপ্রার্থী বলেন, ‘মেলায় এসে বৈধভাবে বিদেশে যাওয়ার ধারণা পেয়েছি। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।’
মেলায় অংশ নিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা সেবার পরিসর তুলে ধরছেন। বর্তমানে বৈধপথে তুরস্ক, সৌদি আরব ও কাতারে প্রশিক্ষিত কর্মীদের বেশ সুযোগ রয়েছে বলে জানান তারা।
প্রতিবছর এই জেলা থেকে বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক প্রবাসে যাচ্ছে। এসময় প্রবাসীদের বৈধপথে বিদেশ যাওয়ার পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
মৌলভীবাজার বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, ২০২৩ সালে ২০ হাজারের বেশি দক্ষ কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছেন।’
চলতি বছর শুধু মৌলভীবাজারেই রেমিট্যান্স এসেছে ৯৫১ কোটি টাকা। রেমিট্যান্স পাঠিয়ে অবদানের জন্য এসময় তিন জন প্রবাসীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।