ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে: জাতির উদ্দেশে খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: রয়টার্স
2

জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলকে তার ভুলের মাশুল দিতে হবে। তেহরান আত্মসমর্পণ করবে না। আজ (বুধবার, ১৮ জুন) টেলিভিশনে খামেনির রেকর্ড করা ভাষণ প্রচার করার কথা থাকলেও সম্প্রচার করা হয়নি। সর্বোচ্চ নেতার বক্তব্য দর্শকদের সামনে তুলে ধরেছেন সংবাদ পাঠক।

জাতির উদ্দেশে খামেনি আরও বলেন, ‘চাপিয়ে দেয়া যুদ্ধে ইরান যেভাবে দৃঢ়তা দেখিয়েছে; তেমনি আরোপিত শান্তির প্রস্তাবেও ইরান আপস করবে না। ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

খামেনি বলেন, ‘এই জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না। যারা বুদ্ধিমান এবং ইরান, ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন; তারা কখনও হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনও হুমকির কাছে মাথানত করে না। আমেরিকানদের জানা উচিত, যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না।’

এর আগে, এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হত্যার হুমকির’ জবাবে সন্ত্রাসী ইহুদিবাদীদের শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরান-ইসরাইল সংঘাত পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার আশঙ্কা এবং ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বার্তা দেয়ার পর মুখ খুলেন তিনি।

আল জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ট্রাম্পের হুমকি সত্ত্বেও খামেনি পুনর্ব্যক্ত করেন, ইসরাইলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না।'

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, 'আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।'

‘তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ; আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়’, যোগ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’

এনএইচ