যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলে হিজবুল্লাহ'র কয়েক ডজন রকেট নিক্ষেপ

ইসরাইলি হামলায় দু'জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর গতকাল (বুধবার, ২৪ এপ্রিল) ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ বলেছে, তারা নতুন করে ইসরাইলে কয়েক ডজন রকেট ছুঁড়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর পর থেকেই গাজায় পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসরাইল। তার কিছুদিন পর থেকেই হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে নিয়মিত চলছে গুলি বিনিময়। তবে সম্প্রতি নিজেদের রকেট হামলা জোরদার করেছে হিজবুল্লাহ।

বুধবার ইসরাইলে হামলার পর হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চল সীমন্তে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। তবে ইসরাইলি হামলার জবাবে এই রকেট নিক্ষেপ করা হয় বেসামরিক নাগরিকদের বাড়িঘরে।

এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলের হানিন গ্রামে ইসরাইলি হামলায় একই পরিবারের ৫০ বছর বয়সী এক নারী এবং এক কিশোরী নিহত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বার্তা সংস্থা এএফপি'র হিসেব মতে, গত ৭ অক্টোবর থেকে লেবাননে অন্তত ৩৮০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা ও ৭২ জন বেসামরিক নাগরিক।

সূত্র: বাসস

এসএস