দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানান ধরণের প্রতিশ্রুতি।
ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থীর শেরিফা কাদের শেষ সময়ে উত্তরার বিভ্ন্নি এলাকার অলিগলিতে জনসংযোগ করছেন। লাঙল প্রতিকে ভোট চাইছেন। তার এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী শেরিফা কাদের তার নির্বাচনী এলাকার উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।
আওয়ামীলীগ প্রার্থী মাইনুল হাসান চৌধুরী নিখিলের নৌকা প্রতিকের সঙ্গে প্রচারণা জমে উঠেছে ঢাকা-১৪ আসনে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন মহল্লা মহল্লায় ছুটছেন ভোটারদের কাছে। চাইছেন ভোট। নাগরিক সমস্যার নিরসনের প্রতিশ্রুতি রয়েছে তার প্রচারণায়।
নির্বাচনী প্রচারণা জমে উঠেছে যাত্রাবাড়ী, ডেমড়া নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে। আওয়ামীলীগের প্রার্থীর নেতা-কর্মীরা মিছিল নিয়ে শোডাউন দিচ্ছেন।
স্লোগানে স্লোগানে চাইছেন ভোট। অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা গানে গানে চালাচ্ছেন প্রচারণা। চাইছেন ভোট। ৪ চার লাখ ৯০ হাজার ভোটারের এই আসনে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো।