এখন ভোট
0

জোটের আসনে আ. লীগের স্বতন্ত্র প্রার্থী চায় না ইনু'র জাসদ

জোটগতভাবে অংশ নেয়া নির্বাচনী আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চায় না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের ন্যাম ভবনে সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, শরিকদের আসনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের পদধারী কারো নির্বাচন করা জোটের নীতিবিরোধী। এ বিষয়ে ইতোমধ্যে আওয়ামী লীগকে চিঠি দেয়া হয়েছে।

এদিকে বিএনপির আন্দোলনের কারণে নির্বাচনে কি ধরনের প্রভাবে পড়তে পারে সে বিষয়ে জাসদের কাছে জানতে চেয়েছে ইইউ ইলেকশন এক্সপার্ট টিম। পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে জাসদ কতটুকু সন্তুষ্ট তাও জানতে চায় প্রতিনিধি দল। জবাবে দলটি জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ঠিক আছে। বিএনপির আন্দোলন নির্বাচনে কোন প্রভাব ফেলবে না।