নিহতরা হলো সরিষাবাড়ি উপজেলার সানাকৈর এলাকার রাশেদ, তিতপল্লা এলাকার চান মিয়া ও সরিষাবাড়ির উচ্চগ্রামের আরিফা আক্তার পলি এবং অজ্ঞাত এক মহিলা। এ ঘটনায় আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গাইলগামী কাভার্ড ভ্যানের সঙ্গে জামালপুর শহর গামী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় কাভার্ডভ্যান আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





