আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনায় বিসিবি

.
ক্রিকেট
এখন মাঠে
0

চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে বিসিবি। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবির এক কর্তা ওয়েবসাইটটিকে জানিয়েছেন, ইতোমধ্যে দুই দলের স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তাছাড়া, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসিবে তিন ম্যাচের সিরিজ খেলতে পারে বাংলাদেশ-আফগানিস্তান।

সিরিজটি অক্টোবরের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ ২-১২ অক্টোবর।

এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেও গেল বছর সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল।

ইএ