ফুটবল
এখন মাঠে
0

সাফ জয়ীদের আর্থিক পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

সাফ নারী অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় মেয়েদের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী । বিমানবন্দরে এ খবর নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান শাহফুজা আক্তার কিরণ।

সাফে বয়সভিত্তিক হোক কিংবা জাতীয় দল, বাংলাদেশের মেয়েদের আধিপত্য সর্বত্রে, সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপেও শিরোপা নিয়ে দেশে ফিরেছে লাল সবুজের মেয়েরা।

২০২২ সালে নেপালে সাফ শিরোপা জিতে বাংলাদেশের জাতীয় দলের মেয়ের পেয়েছিল ছাদখোলা বাসে সংবর্ধনা, পাশাপাশি মোটা অংকের আর্থিক পুরস্কারও। তবে এবার ছাদখোলা বাসে সংবর্ধনা না পেলেও আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা, তাও আবার কি না প্রধানমন্ত্রী তরফ থেকে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সবসময় আমাদের পাশে থাকেন। ইতিমধ্যে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তিনি।'

মাত্র দুই মাসের অনুশীলনে মেয়েদের এমন সাফল্য খুশি কোচ সাইফুল বারী টিটু, প্রশংসায় ভাসালেন সব ফুটবলারদের।

তিনি বলেন, 'আপনারা জানেন এ দলের ৪ থেকে ৫ জন ছাড়া সবাই নতুন। দলের কম্বিনেশন তৈরি করা খুব চ্যালেঞ্জিং ছিল।'

প্রথমবারের আয়োজিত চ্যাম্পিয়নশিপেই শিরোপা জয় মেয়েদের, দলের এমন অর্জনে নেতৃত্ব দিতে পেরে আনন্দিত অধিনায়ক অর্পিতা। একইসাথে আলাদাভাবে প্রশংসা করলেন ফাইনালের নায়ক গোলকিপার ইয়েরজানের।

অর্পিতা বলেন, 'ম্যাচ চলাকালীনই আমাদের মনে আসে ম্যাচটা হয়তো পেনাল্টির দিকে যাচ্ছে। তো সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। এবং আমাদের গোলকিপার এতোটাই ভালো খেলছে যে তার জন্যই আমাদের আজকের জয়।'

এর আগে ২০২২ সালে শিরোপা এনে দেয়া মেয়েদের অর্থের অভাবে অলিম্পিক বাছাইয়ে পাঠাতে ব্যর্থ হয় বাফুফে। কিন্তু এত এত অর্জনে বয়ে আনা এই মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা কতোটা শক্ত করতে পারে ফেডারেশন তাই দেখার।

এসএস