সীমিত ওভারের ফরম্যাটে মুন্সিয়ানা দেখানোয় এবার তাকে দলে ভিড়িয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। স্বল্প ম্যাচ খেললেও আইপিএলের সঙ্গে বিপিএলের তেমন পার্থক্য দেখেন না এই ক্রিকেটার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার রোমারিও শেফার্ড বলেন, আইপিএল আর বিপিএলের সেটআপ একই। এখানকার সেটআপটা পেশাদার, আর ফ্র্যাঞ্চাইজিগুলোও পেশাদার। এখানে যে কেউ নিশ্চিন্তে খেলতে পারেন।
লিগ পর্বের অন্তিম মুহূর্তে খেলতে এসে চ্যালেঞ্জার্সকে দিয়েছেন আস্থার প্রতিদান। প্রথমেই রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৬৬ রান আর বোলিংয়ে শিকার করেছেন ৩টি উইকেট। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়ালেও সেদিন তার দল জেতেনি। পরের দুটি ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি। তবুও তার প্রতি ভরসা রাখবে বন্দরনগরীর দলটি। কারণ শেফার্ড জ্বলে উঠলে ম্যাচের চিত্রই পাল্টে দেয়া সম্ভব। শিরোপার রেসে টিকে থাকতে তাকে নিয়েই পরিকল্পনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
শেফার্ড আরও বলেন, ‘ব্যাটিং-বোলিং দুই বিভাগে আমাদের ভালো করতে হবে। বিশেষ করে, বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাহলে আমাদের পক্ষে জেতা সম্ভব।’
লিগ পর্বের শেষ দুটি ম্যাচে জিতে চার নাম্বার দল হিসেবে প্লেঅফে খেলতে যাচ্ছে শুভাগত হোমের দল। ফ্র্যাঞ্চাইজিটিকে সেরা চারে টিকিয়ে রাখতে সবশেষ ম্যাচে শতক হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন তানজীদ তামিম। তাকে নিয়েও প্রশংসা করলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
সোমবার প্লেঅফে ফরচুন বরিশালের মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তাদের।