বাজার
দেশে এখন
0

ভরা মৌসুমেও শীতের সবজির দাম চড়া

সরবরাহ বাড়লেও আলুর দাম সবচেয়ে বেশি।

আলু, পেঁয়াজ, শিম, বাধাকপি, ফুলকপি, টমেটোসহ হরেক রকম সবজির সরবরাহ বাড়লেও বাজারে দামে নেই স্বস্তি।

সবজি উৎপাদনে প্রথম সারিতে থাকা উত্তরাঞ্চলের জেলা বগুড়া ও নওগাঁ। নওগাঁয় সপ্তাহ ব্যবধানে সব রকমের সবজিতে ১০-১৫ টাকা বেড়ে বেগুন, টমেটো, শিম ৫৫-৬০ টাকা, গাজর ৪০-৪৫ টাকা, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, নতুন পেঁয়াজ ৭৫-৮০ টাকা ও নতুন আলু ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। চাষিরা বলছেন, বিরূপ আবহাওয়ায় এবার ফলন কম হওয়া ও খরচ বাড়ায় সবজির দাম চড়া।

ক্রেতারা বলেন, 'আমরা মধ্যবিত্তরা চাহিদা মতো কিনতে পারছি না। আলু-পেঁয়াজ কিনতেই অর্ধেক টাকা শেষ হয়ে যাচ্ছে। বাকিগুলো কিনবো কীভাবে!'

এদিকে বগুড়ার মহাস্থান পাইকারি সবজি বাজারে অস্বস্তি কাটেনি আলুর দামে। পাইকারিতে সাদা আলু বিক্রি হচ্ছে ৪৭ টাকা, ক্যারেজ আলু ৫৭ টাকা ও ফাটা পাকড়ি আলু কেজিতে বিক্রি হচ্ছে ৫২ টাকায়।

আলু চাষিরা জানান, গতবছরের তুলনায় আলু উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ৮০ দিনের জায়গায় আলু তুলতে হচ্ছে ৬০ দিনে। ফলন কম হওয়ায় বাজার চড়া।

তবে খুলনায় চিত্র কিছুটা ভিন্ন। সব ধরনের সবজি কেজিপ্রতি কমেছে ৫-১০ টাকা পর্যন্ত।

এভিএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর