সংকটের কিনারে চা শিল্প; হিমশিম খাচ্ছেন বাগান মালিকরা
0
সংকটের কিনারে চা শিল্প; হিমশিম খাচ্ছেন বাগান মালিকরা
বাংলাদেশের চা শিল্প এখন অনেকটাই সংকটের কিনারে। ব্যাংক থেকে অর্থ সহায়তা না পাওয়া, উৎপাদন খরচ ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে গত কয়েক বছরে বাগানগুলোতে লোকসান হওয়ায় চা শিল্প টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন বাগান মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যান্য শিল্পখাতের মতো চা শিল্পেও সরকারের বিশেষ নজর না দিলে ভবিষ্যতে আরও সংকটে পড়বে এ খাত।