নির্দেশনায় বলা হয়েছে, এভারেস্টে যারা মলত্যাগ করবেন, সেগুলো সঙ্গে করে বেজক্যাম্পে নিয়ে আসতে হবে। মাউন্ট এভারেস্টটি নেপালের প্রত্যন্ত পাসাং লামু পৌরসভায় পড়েছে। এই পৌরসভার পক্ষ থেকেই এই নির্দেশনা দেয়া হয়েছে।
পাসাং লামু পৌরসভার চেয়ারম্যান মিংমা শেরপা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘পাহাড়গুলোতে দুর্গন্ধ হওয়া শুরু হয়েছে। মাউন্ট এভারেস্টের চরম তাপমাত্রার কারণে পর্বতারোহীরা যেসব মলত্যাগ করছেন, সেগুলো পুরোপুরি মিলিয়ে যাচ্ছে না।’
মিংমা শেরপা আরও বলেছেন, ‘অভিযোগ আসছে মানুষের মলমূত্র পাথরের ওপর দেখা যাচ্ছে এবং কিছু পর্বতারোহী অসুস্থ হয়ে পড়ছেন। এটি গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি এখানকার ভাবমূর্তি নষ্ট করছে। যারা মাউন্ট এভারেস্ট ও পার্শ্ববর্তী মাউন্ট লোটসে উঠবেন তাদের বেজক্যাম্প থেকে একটি বিশেষ ব্যাগ কিনতে হবে। যখন তারা ফিরে আসবেন তখন সেই ব্যাগ চেক করা হবে।’