ক্রিকেট
এখন মাঠে
0

সাকিবকে দলে ফেরাতে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাকিব আল হাসানকে দলে ফেরাতে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তার ভক্তরা। তাদের দাবি, বৈষম্যের শিকার হচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মিরপুর স্টেডিয়ামের সামনের এই বিক্ষোভ বৃহস্পতিবারের। অবস্থান সাকিব আল হাসানের বিরুদ্ধে। শুক্রবার সকালে স্কোয়াডে হাসান মুরাদের অন্তর্ভুক্তিতে নিশ্চিত হয় দেশের মাটি থেকে বিদায় টেস্ট খেলার ইচ্ছেটা পূরণ হচ্ছে না মিস্টার সেভেন্টি ফাইভের।

তবে, শুক্রবার বিকেল ৩টা থেকে শেরেবাংলার দুই নম্বর গেটের সামনে জড়ো হন সাকিব ভক্তরা। বৃষ্টি মাথায় নিয়ে স্টেডিয়ামের মূল ফটকের সামনে মিছিল করেন তারা। তুলে ধরেন চার দফা দাবি।

এক ভক্ত জানান, আমরা চাই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে সসম্মানে যেন অবসর নিতে পারে। বিসিবি যেন সে সুযোগ করে দেয়। আরেক ভ্ক্ত জানান, পুরা বিশ্ব দেখে একজন বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায় হোক। আমরা চাই সাকিবের এভাবে বিদায় হোক।

ভক্তদের দাবি, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার হচ্ছেন সাকিব। পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশের ক্রিকেটে কোন নিষেধাজ্ঞা খড়্গ এলে, তার দায় বিসিবির বলে ভাবছেন সাকিবিয়ানরা। এক ভক্ত জানান, এটা বিসিবির পেশাদারিত্বের অভাব।

এসময় সাকিবের ভক্তরা কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর স্লোগান দিতে থাকে।

এখন তাই অনেকটা মুখোমুখি অবস্থানে দুপক্ষ। বিক্ষোভের পাশাপাশি বিসিবি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে সাকিব বিরোধীরা। অন্যদিকে, তার ভক্তরা দিয়েছেন তাকে মাঠে নামাতে দিয়েছেন ২৪ ঘণ্টার আল্টিমেটাম। তবে, শেষমেষ সিদ্ধান্ত যাই হোক নিতে হবে ২১ অক্টোবরের আগেই, কারণ ওইদিন মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!