ঘরোয়া ক্রিকেটে বহু ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। ইমার্জিং এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার সুখস্মৃতিও আছে তার।
তবে আইসিসির প্যাপনেলে যুক্ত হওয়ার পর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বাংলাদেশ- অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন জেসি। তবে রোমাঞ্চিত সেই অভিজ্ঞতা ছিলো বেশ চ্যালেঞ্জিং।
সাথিরা জাকির জেসি বলেন, ‘আমার কাছে অস্ট্রেলিয়ার বোলিং চ্যালেঞ্জিং ছিলো। কারণ, বাংলাদেশের বোলারদের আমি ভালোভাবে জানি এবং আম্পায়ারিং করেছি। কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচে কখনও আম্পায়ারিং করা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে যেসব নারীরা আম্পায়ারিংয়ের সুযোগ পেতে চান তাদেরকেও পরামর্শ দিয়েছেন জেসি। আর আগামীর নারী আম্পায়ারদের উদ্বুদ্ধ করতে জানিয়েছেন এই পেশায় আর্থিক নিরাপত্তা আছে।
জেসি আর ও বলেন, ‘প্রথমে তো আমাদের ঘরোয়া লিগে আসতে হবে। আমাদের খুব বেশি মেয়ে আম্পায়ারিংয়ে আসছে না। অনেক মেয়ে পরীক্ষা দিয়েছে। আমি আম্পায়ারিং করে যেভাবে আর্থিক নিরাপত্তা পাচ্ছি, খেলার এতো বছরেও সেভাবে পাইনি।’
চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশি কেউ ম্যাচ পরিচালনা করবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে, আম্পায়ারিংয়ে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান সাথিরা জাকির জেসি।