দেশটির গণমাধ্যম বলছে, রাশিয়ার মাত্র ১৫ জন খেলোয়াড় এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে না তাদের। ইউক্রেনে আগ্রাসন চালানোর দায়ে রাশিয়া ও বেলারুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে অলিম্পিক কমিটি।
ফলে প্রতিযোগীদের নিজস্ব পরিচয় ব্যবহারের সুযোগ থাকলেও দেশের নাম উহ্য রেখেই নামতে হবে খেলার মাঠে। এদিকে গাজা যুদ্ধে যে সব দেশ ইসরাইলকে সমর্থন দিচ্ছে তাদের সাথে করমর্দন না করার ঘোষণা দিয়েছেন প্যালেস্টিনিয়ান অলিম্পিক কমিটির প্রধান।
তিনি বলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যারা স্বীকার করে না তাদের সাথে কোনো ধরনের সৌজন্যতা দেখানো হবে না।’