বিকেলে নগরীর টাউনহল মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এসময় তারা দাবি করেন, পাঁচ আগস্টের পরাজিত শক্তিরা নানা ভাবে গুপ্ত হামলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। এনসিপিকে টার্গেট করে তারা হামলা চালাচ্ছে।
এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনা না হলে জুলাই গণঅভ্যুত্থানের মতো আরো একটি আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারীও দেন বিক্ষোভকারীরা।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুনবাজার মোড়ে এসে শেষ হয়।
এর আগে, গতকাল রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার (দলের কেন্দ্রীয় কার্যালয়) থেকে আখতার হোসেন বের হয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১০টায় তাকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যায়।