বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেছেন, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরষ্কার দেয়া হয়েছে। আমি সেগুলোর কোনটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এই পুরস্কারও আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।
এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের বিষয়ে অনানুষ্ঠানিক তথ্য পাওয়া যায়। সেখানে লেখক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের নাম রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজ এ তথ্য জানা গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলেও জানা যায়।
বদরুদ্দীন উমর ছাড়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতের তালিকায় আর যাদের নাম রয়েছে তারা হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী, পপ সম্রাট আজম খান, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, স্যার ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।
প্রকাশিত নামের মধ্যে বদরুদ্দীন উমর ছাড়া বাকি সবাই প্রয়াত। অর্থাৎ তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।