আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমবারের মত বই মেলা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নতুন বই কিনতেও দেখা যায়।
এরপর সাংবাদিকদের তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের নানা প্রতিচ্ছবি স্টল ও বইয়ের মাঝে দেখা মিলেছে বই মেলায়। এসময় ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে বৈষম্যহীন সমাজ গড়তে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জন্যও দোয়া করেন তিনি।
বইমেলায় পাঠক সংখ্যা ও শিশুদের আগ্রহ লক্ষ্যণীয় বলেও মন্তব্য করে বলেন, শান্তি শৃঙ্খলার মাধ্যমে বইমেলার বাকি সময় অতিবাহিত হবে এমন আশা প্রকাশ করেন তিনি।