টানা চতুর্থদিনের মতো এ কর্মসূচি চলছে। আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ নিয়ে আসতে থাকেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ব্যক্তিগত অর্থদানের পাশাপাশি অনেকেই সম্মিলিতভাবে উঠানো টাকা নিয়ে বন্যার্তদের সহায়তা করতে হাজির হন টিএসসিতে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের সহায়তায় হেলিকপ্টারযোগে নোয়াখালী ও ফেনীতে ত্রাণ পাঠানোর কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বর্তমানে টিএসসিতে টাকার পাশাপাশি বন্যার্তদের জন্য ওষুধ সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুকনো খাবার থেকে শুরু করে শুকনো কাপড়, পানিসহ বাকি পণ্য সংগ্রহ করা হচ্ছে। টিএসসিতে জায়গা না থাকায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
জিমনেসিয়ামে পণ্য সংরক্ষণের জন্য অনেক স্বেচ্ছাসেবক একত্রে কাজ করছেন। যে যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী কাজ করছে।
এসময় বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রশিক্ষিত ভলান্টিয়ারদের ত্রাণ বিতরণের কাজে এগিয়ে আসার অনুরোধ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।