দেশে এখন
0

ন্যায়বিচারের দাবিতে উন্নয়ন পেশাজীবীদের অবস্থান কর্মসূচি

স্বাধীনতা ও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ন্যায়বিচারের পক্ষে রাজধানীর গুলশানে উন্নয়ন পেশাজীবীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে পেশাজীবীরা ছাত্র-জনতার যৌক্তিক দাবি দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ (শনিবার, ৩ আগস্ট) বেলা ৩টার দিকে গুলশানে বিচারপতি শাহাবুদ্দীন পার্কে ডেসপারিটলি সেকিং ডেভেলপমেন্ট এক্সপার্ট'র ব্যানারে পেশাজীবীরা আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। 

তারা বলেন, ‘ছাত্র সমাজ ও সাধারণ মানুষের দাবি আদায়ের আন্দোলনে সরকারের বল প্রয়োগের কৌশল জাতিসংঘের পরিপন্থী।’

এসময় তারা শিক্ষার্থীদের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ন্যায়বিচার চাই।’ 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে প্রতিবাদি স্লোগান দিতে থাকেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর