দেশে এখন
0

মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে রাজউক উত্তরার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে মার্চ ফর জাস্টিস শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ (শুক্রবার, ২ আগস্ট) সকাল ১০টা থেকেই কলেজ গেটের বাইরে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।

এ সময় আটককৃত শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না বলে জানায় তারা। এছাড়াও বিভিন্ন সময় ধরপাকড় বন্ধ করারও আহ্বানও জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে থাকা একজন শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার পরও আমরা রাস্তায় কেন, সরকারের পক্ষ থেকে আমাদের কাছে তা জানতে চাওয়া হয়েছে। আমাদের রাজউকের শিক্ষার্থী স্বপ্ন আমাদের সঙ্গে গত ১৮ জুলাই শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তার মাথায় জাতীয় পতাকা ছিল। পতাকাধারী একজন ছাত্র কীভাবে অপরাধী হয় এটাই আমাদের প্রশ্ন।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের কর্মসূচিতে আসার ক্ষেত্রে অন্যতম কথা ছিল আমরা ইউনিফর্ম পরে আসবো। আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্র। আমরা ভয় পেয়েছি আমাদের রাস্তায় ধরা হবে। আমাদের পরিচয় ছাত্র প্রকাশ হলে কারাগারে যেতে হতে পারে।’

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর