এর আগে রোববার ( ২৩ জুন) বিকেল ৩ টা থেকে থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরের মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে যারা নারী শিশু ও প্রবীণদের ভোগান্তি ছিল বেশি। এরপর সন্ধ্যার পর থেকে যানজট কমতে শুরু করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। বর্তমানে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।