দেশে এখন
0

নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে মুক্তিযুদ্ধ-বিরোধী অপশক্তির ষড়যন্ত্র, নাশকতা ও গোপন তৎপরতার বিরুদ্ধে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দিয়েছেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন স্বাক্ষরিত এ বিবৃতি দেয়া হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করে ঘোলাজলে মাছ শিকারের জন্য দেশি-বিদেশি মহলের অপতৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অতীতের ন্যায় নির্বাচন বানচালের সব ধরণের অপচেষ্টা মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সর্বোচ্চ আত্মত্যাগ এবং জনগণের ইস্পাতকঠিন ঐক্যের ফলে ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছিলাম। পরিতাপের বিষয় হলো, স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদেরকে স্বাধীনতার পরাজিত শক্তির সাথে লড়াই করতে হচ্ছে। এই অপশক্তির হাতে আমরা রাষ্ট্রের স্থপতিকে হারিয়েছি। মুক্তিযুদ্ধে অংশ নেয়া সামরিক বাহিনীর অগণিত বীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের প্রকাশ্যে সন্ত্রাসী হামলার মাধ্যমে বা গোপন কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে ধারাবাহিকভাবে। লক্ষ প্রাণের আত্মত্যাগ আর মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে এখনো ছিনিমিনি খেলছে স্বাধীনতার পরাজিত শত্রুরা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং সমতা। পাকিস্তানের পরাজিত এই শক্তি সর্বদা মুক্তিযুদ্ধের মৌলচেতনাকে পদদলিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে এবং এখনও আসতে চাইছে। গণতন্ত্রের আবরণ অঙ্গে ধারণের চেষ্টা করলেও এরা এদের আসল চেহারা ঢেকে রাখতে পারেনি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে যেভাবে এরা অগ্নিসন্ত্রাস আর ধ্বংসযজ্ঞে লিপ্ত ছিল, ১৫ নভেম্বর ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একইভাবে গুপ্তঘাতক চক্রের ন্যায় এরা গোপন স্থান থেকে হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের জানমাল, গণপরিবহন, ট্রেন ইত্যাদির ওপর চোরাগোপ্তা হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। রেললাইন উপড়ে ফেলে, অগ্নিসংযোগ করে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে এরা দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চায়। বিদেশি সাহায্য নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বিদেশি শক্তির দোসররা অর্থনীতি ধ্বংসের মরণখেলায় মেতে উঠেছে।

যারা নাশকতা করছে, তারা চিহ্নিত অপশক্তি। সরকারের কাছে আহ্বান জানাবো, চিহ্নিত এই দানবদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দেবেন সে প্রত্যাশা করি। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়নবিরোধী যে ষড়যন্ত্র চলছে তা সফল হলে বাংলাদেশ ইরাক, সিরিয়া, লিবিয়া কিংবা আফগানিস্তানের পরিণতি ভোগ করবে। কাজেই দেশি-বিদেশি এসব মহলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক সমাজ ১৯৭১ সালের ন্যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে সে আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি, সরকার ও নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় অবাধ ও প্রভাবমুক্ত পরিবেশ সুনিশ্চিত করবে। ভোটারদের প্রতি সনির্বন্ধ আহ্বান- বিপুল উৎসাহ উদ্দীপনাসহকারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন এবং আপনার পছন্দের সরকার গঠনে ভূমিকা রাখুন।’

বিবৃতিদাতা শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকরা হলেন-

অধ্যাপক ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক ড. হারুন অর রশিদ, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক হাশেম খান, অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক সনৎ কুমার সাহা, কামাল চৌধুরী, সেলিনা হোসেন, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক আব্দুল মান্নান, আতাউর রহমান, মুহম্মদ নুরুল হুদা, অসীম সাহা, শাহাবুদ্দিন আহমেদ, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, ড. ফরিদা জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, ডা. নুজহাত চৌধুরী, শিশির ভট্টাচার্য, মঞ্জুরুল আহসান বুলবুল, তারিক সুজাত, অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ড. মো. আমজাদ আলী, ড. মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার), অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূইয়া, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, অধ্যাপক ড. সীমা জামান, অধ্যপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, অধ্যাপক ড. মো: জিয়া রহমান, অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, অধ্যাপক মাসুদুজ্জামান, অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ড. আবুল মনসুর আহাম্মদ, ড. ইসতিয়াক এম সৈয়দ, ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ড. মো. রহমত উল্লাহ, ড. মো. আকরাম হোসেন, অধ্যাপক ড. মাসুদুর রহমান, ড. সৈয়দ মো. শামছুদ্দিন, ড. শাহ মো. মাসুম, শেখ আফজাল হোসেন, ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, ড. গোবিন্দ চক্রবর্তী, ড. মো. ফজলুর রহমান, ড. মো. বায়তুল্লাহ কাদেরী, ড. মোহাম্মদ বাহাউদ্দিন, অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক ডা. জামাল উদ্দীন চৌধুরী, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, ডা. ইকবাল আর্সলান, ডা. মামুন আল মাহতাব, ড. শহীদ ইকবাল, ড. হাসিবুল আলম প্রধান, ড. বিশ্বনাথ সিকদার প্রমুখ।

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!