দেশে এখন
0

প্রাথমিক স্কুলে বিনামূল্যের দুধ পাচ্ছে না শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গার প্রাথমিক স্কুলে বরাদ্দকৃত বিনামূল্যের দুধ পাচ্ছে না শিশুরা। এখন টেলিভিশনের অনুসন্ধানে এমনই অনিয়মের তথ্য উঠে এসেছে।

চুয়াডাঙ্গার দুইটি প্রাথমিক স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় দুধ না দেওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। একটি স্কুলের ২১৭ জন শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ মিলিলিটার করে প্যাকেটজাত তরল দুধ দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।

এদিকে গত অক্টোবরে কাউকে দুধ খাওয়ানো না হলেও খাতা কলমে খাওয়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে আমাদের দুধ দেয়া বন্ধ করে দেয়া হয়। স্যার-ম্যাডামরা বলেছেন, কিছুদিন পর আবার দেয়া হবে।

অভিযোগ অস্বীকার করে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বানু বলেন, এটি একটি মিথ্যা অভিযোগ। প্রতিদিনই শিক্ষার্থীদের প্রাপ্য দুধ পান করানো হচ্ছে।

আর কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, এমন কোন অনিয়ম হয়নি। আর স্কুলে এখনও মিল্ক ফিডিং কার্যক্রম শুরুই হয়নি।

এছাড়া জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার আরও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য বলছে, চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়া এই প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় ৪ উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ২০০ মিলিলিটার প্যাকেটজাত তরল দুধ পাবে ৮শ' ৮৫ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: