প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার-১৯৭২’ অনুযায়ী নিবন্ধনের শর্তপূরণ সাপেক্ষে ২০০৮ সালের ৫ নভেম্বর জামায়াতকে নিবন্ধন দিয়েছিল ইসি। তবে ২০০৯ সালে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।

সর্বশেষ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ‘সিভিল আপিল নম্বর ১৩৯ অব ২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩১১২ অব ২০১৩’ মামলায় হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে দেয়। সেই আদেশের ভিত্তিতে ২০১৮ সালের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি এখন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ জামায়াতের নিবন্ধন আবারও কার্যকর হলো।