ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ায় ট্রাক-ট্রেন সংঘর্ষে আহত ৫২

দক্ষিণ রাশিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫২ জন যাত্রী হতাহত হয়েছেন। ভলগোগ্রাদ অঞ্চলটির কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি ৮০০ যাত্রী নিয়ে মধ্য রাশিয়ার কাজান থেকে কৃষ্ঞ সাগরের অ্যাডলারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। হতাহতের পাশাপাশি ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়েছে। রয়টার্স প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে হতাহতদের মধ্যে ২১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাশিয়ান রেলওয়ে জানায়, অ্যালার্ম ও ট্র্যাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও একটি কামাজ ট্রাক রেল ক্রসিংয়ে প্রবেশ করে। ট্রেনের চালক ট্রাককে দেখে ব্রেক ধরলেও পুরো ট্রেন সময়ের মধ্যে থামেনি।

মস্কো থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণে কোটেলনিকোভো স্টেশনের কাছে ট্রেনটি প্রায় ৬৫ কি.মি. গতিতে ট্রাকটিকে ধাক্কা দেয়।

ম্যাশ টেলিগ্রাম চ্যানেল জানায়, ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক বেশি আহত হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস প্রকাশিত ভিডিও ফুটেজে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

রাশিয়ান রেলওয়ে বলছে, তিনশ'র বেশি যাত্রী নিয়ে একটি ট্রেনে পুনরায় যাত্রা করেছে এবং বাকিদের নেওয়ার জন্য অন্য একটি ট্রেন ভলগোগ্রাদ অঞ্চলে পৌঁছেছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর