এখন ভোট
0

নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে গেজেট প্রকাশ করা হয়। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশের অনুমোদন দেয় ইসি।

এদিকে নির্বাচিত এসব সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে চলতি একাদশ সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনে মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জন শপথ নেবেন এদিন।

রোববার (৭ জানুয়ারি) সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। এতে ২২৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। ৬১টি আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।

এছাড়া একটি করে আসন পেয়েছে আওয়ামী লীগের শরীক দল ওয়ার্কাস পার্টি ও জাসদ। এবং কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। আর ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর