রাজনীতি
এখন ভোট
0

'টিকে থাকার চ্যালেঞ্জে ছোট রাজনৈতিক দলগুলো'

শাহনুর শাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হেরে যাওয়ায় ছোট রাজনৈতিক দলগুলো আগামীর রাজনীতিতে টিকে থাকার চ্যালেঞ্জে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

২০০৮ সাল থেকে ২০১৮ সালের তিনটি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাসদের প্রধান হাসানুল হক ইনু, হয়েছেন মন্ত্রীও। এবার কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। একইসঙ্গে এবারের নির্বাচনে জাসদ থেকে বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন একমাত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ওয়ার্কাস পার্টি থেকে রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন। রাজশাহীতে হেরেছেন ফজলে হোসেন বাদশা। আওয়ামী লীগ শরিকদের জন্য ছয়টি আসন ছেড়েছেন। নির্বাচনে এরমধ্যে চারজন পরাজিত হয়েছেন।

নির্বাচনে হেরে যাওয়ায় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগও সীমিত হয়ে গেলো। এমন পরিস্থিতিতে এসব রাজনৈতিক দল রাজপথে কতটা উত্তাপ ছড়াতে পারবেন? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনীতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়বেন এসব দল। অনেক দল হারিয়েও যেতে পারে বলে মত তাদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান বলেন, 'এ দলগুলো যেখানে প্রার্থী দিয়েছিল কিন্তু জিততে পারেনি, সেখানে যদি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, প্রার্থীকে কেন্দ্র করে সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারে তাহলে এ দলগুলো টিকে থাকবে। না হলে পারবে না।'

শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় ছিল স্বতন্ত্র প্রার্থীরা। ভোটে অর্ধশতের বেশি স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগ আওয়ামী লীগ ও জোটের প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন। পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির মঞ্জু অংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে। এ আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

পাশের আসন পিরোজপুর-৩ এ জাতীয় পার্টির প্রার্থী হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। এছাড়া, আওয়ামী লীগের নির্বাচিত কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহকে এবারও হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী হেরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে।

আওয়ামী লীগের আবদুস সোবহান গোলাপ হেরেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে। রাজশাহীর ফজলে হোসেন বাদশা হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।

অর্ধশত স্বতন্ত্র প্রার্থীই এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, 'বিভিন্ন ধরণের অনিয়মের বিরুদ্ধে স্বতন্ত্র সংসদ সদস্য সোচ্চার হলে তারাই সংসদে সবচেয়ে কার্যকরী গণতান্ত্রিক ভূমিকা রাখতে পারবেন।'

নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই এতো স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। একইসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জোটের হেভিওয়েট অনেক প্রার্থী হেরে রাজনীতির নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

এসএস