আজ রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর নির্বাচন কমিশনের সচিব জাঙ্গাহীর আলম বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ইসি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা জয় লাভ করেছেন। সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের এম এ মান্নান জয় লাভ করেছেন। নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের ওবায়দুল কাদের জয়লাভ করেছেন।
এদিকে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান, ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মো. কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনে নৌকা প্রতীকের নসরুল হামিদ, ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেন, ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা, ঢাকা-৬ নৌকার প্রার্থী সাঈদ খোকন, ঢাকা-৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সোলাইমান সেলিম বিজয়ী হয়েছেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ আসনে নৌকা প্রতীকের সাবের হোসেন চৌধুরী ও ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ নির্বাচিত হয়েছেন।
ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওয়াকিল উদ্দিন, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা-১৩ আসনে নৌকা প্রতীকের জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাইনুল হোসেন খান, ঢাকা-১৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮ আসনে কেটলি প্রতীকের মো. খসরু চৌধুরী, ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের সাইফুল ইসলাম ও ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদ বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান বিজয়ী হয়েছেন।
খুলনা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ননী গোপাল মণ্ডল, খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন, খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র, খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান জয়ী হয়েছেন। মেহেরপুরে-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন। নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম, নাটোর-২ আসনে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন, নাটোর-৩ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক ও নাটোর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিজয়ী হয়েছেন।
বাগেরহাটের ৪টি আসনে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। বাগেরহাট-১ আসনে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার ও বাগেরহাট-৪ আসনে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ নির্বাচিত হয়েছেন।
রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন, রংপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের, রংপুর-৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সি, রংপুর-৫ আসনে স্বতন্ত্র প্রাথী জাকির হোসেন সরকার বিজয়ী হয়েছেন ও রংপুর-৬ আসনে আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দ জাকির নূর লিপি, কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নু বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর নির্বাচিত হয়েছেন।
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বিজয়ী হয়েছেন। নড়াইল-২ আসনে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ, ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন জয়লাভ করেছেন।
বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। দিনাজপুর-১ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী জাকারিয়া জাকা ও দিনাজপুর-৬ আসনে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক বিজয়ী হয়েছেন।
রাজশাহী-১ আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। রাজশাহী-২ (সদর) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ ও কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ বিজয়ী হয়েছেন।
সিলেট-৬ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চট্টগ্রাম-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, চট্টগ্রাম-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৫ আসনে লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম ১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন।
বান্দরবান আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উ শৈ শিং বিজয়ী হয়েছেন। খাগড়াছড়ি আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন। এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।
সারাদেশে মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। এসব কেন্দ্রের ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি।