এখন ভোট
0

নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ (ইনু)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮১ আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু)।

শুক্রবার গুলিস্তানে দলীয় কার্যালয়ে এমনটিই জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, ৩০ নভেম্বরের মধ্যে আরও অন্তত ১০টি আসন ঘোষণা করা হবে। এর মধ্য জোটের প্রধান ও শরিক দলের সঙ্গে দেন-দরবারের মাধ্যমে নৌকা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে তার দল। নৌকা প্রতীক ও উন্মুক্ত আসন সমন্বয় করে পরবর্তীতে প্রার্থীতা চূড়ান্ত করা হবে।

নির্বাচন প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, বিদেশিরা বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায়। কিন্তু তফসিল বাতিলের কোনো আহ্বান বা প্রস্তাব তারা জানায়নি।

বিএনপি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, বিএনপির সিনিয়র নেতারা বন্দী, হরতাল-অবরোধে নির্বাচন বানচাল হবে না।

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর