দেড়শো কোটি ডলারে সুপ্রিম অধিগ্রহণ করছে এসিলোরলুক্সোটিকা

আসিফ হোসেন
0

ভিএফ কর্পোরেশনের কাছ থেকে স্ট্রিটওয়্যার ব্র্যান্ড সুপ্রিম অধিগ্রহণ করতে যাচ্ছে এসিলোরলুক্সোটিকা। এ অধিগ্রহণ সম্পন্নে ব্যয় হবে দেড়শো কোটি ডলারের বেশি। সম্প্রতি দুই কোম্পানির যৌথ বিবৃতির বরাত দিয়ে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। এর মাধ্যমে ফরাসি-ইতালীয় চশমা প্রস্তুতকারককে অধিগ্রহণ করতে যাচ্ছে পোশাক কোম্পানি।

আলাদা বিবৃতিতে এসিলোরলুক্সোটিকা জানায় এটি পারিবারিক মালিকানাধীন হাইডেলবার্গ ইঞ্জিনিয়ারিংয়ের ৮০ শতাংশ শেয়ার কিনতে সম্মত হয়েছে। এটি মূলত একটি জার্মান কোম্পানি, যা ক্লিনিক্যাল চক্ষুবিদ্যার জন্য ডায়াগনস্টিক সলিউশন এবং স্বাস্থ্যসেবা আইটি বিশেষজ্ঞ ও চিকিৎসা প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। তবে এ চুক্তি সম্পন্নে মোট অর্থের কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিগুলো।

অন্যদিকে ২০২০ সালে ২১০ কোটি ডলারে ক্লথিং এবং স্কেটবোর্ডিং স্ট্রিটওয়্যার ব্র্যান্ড সুপ্রিমকে কিনে নেয় ভিএফ করপোরেশনের মালিক ভ্যান্স ও নর্থ ফেস। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, সুপ্রিমকে বিক্রি করে দেয়ার মাধ্যমে ২০২৫ অর্থবছরে ভিএফের শেয়ার বাবদ আয় বাড়বে।

আরেক বিবৃতিতে বার্নস্টেইনের বিশ্লেষকরা জানান, এমন একটা সময়ে কোম্পানিটি সুপ্রিম অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে যখন বিশ্বজুড়ে স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের প্রতি মানুষের আগ্রহ কমছে। চলতি বছরের শেষ নাগাদ এ চুক্তি শেষ হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!