আশুগঞ্জে দুধের গাড়ি থেকে ২৬ কেজি গাঁজাসহ যুবক আটক

২৬ কেজি গাঁজাসহ আটক একজন
২৬ কেজি গাঁজাসহ আটক একজন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি দুধের গাড়ি থেকে ২৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ২৯ অক্টোবর) সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ (বুধবার, ২৯ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাঘমারা গ্রামের একটি বালুর মাঠের সামনে একটি দুধের ফ্রিজিং গাড়িতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন:

এসময় কৌশলে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় গাড়ি থেকে।

ওসি আরও জানান, গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এ ঘটনায় গাড়ির চালক জাকিরকে আটক করা হয়েছে।

এসএস