হাজারীবাগে নিহত সামিউর রহমান আলভী ধানমন্ডির একটি কলেজের ছাত্র। অন্যদিকে মোহাম্মদপুরে নিহত নুর ইসলাম পেশায় ছিলেন আলোকচিত্রী। তিনি মোহাম্মদপুরের দূর্গা মন্দির এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন।
দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।