সাবেক ৪ মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক আইজিপিসহ ২২ জন আদালতে

অপরাধ ও আদালত
0

৫ আগস্টে ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা মামলায় সাবেক ৪ মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক আইজিপিসহ ২২ জনকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) আদালতে তুলে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের রিমান্ড আবেদন করে পুলিশ।

এ সময় সবাইকে ৪ দিনের রিমান্ড দেয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড দেন আদালত।

মোহাম্মদপুরের দুটি মামলায় সাদেক খানও শাহবাগ থানার মামলায় বরিশালের সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!