আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) আদালতে তুলে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের রিমান্ড আবেদন করে পুলিশ।
এ সময় সবাইকে ৪ দিনের রিমান্ড দেয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড দেন আদালত।
মোহাম্মদপুরের দুটি মামলায় সাদেক খানও শাহবাগ থানার মামলায় বরিশালের সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।