গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
1

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মিলগেইট এলাকার একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ফোমের গুদামে।

আরও পড়ুন:

খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ও পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এসএস