একইদিনে নির্বাচন ও গণভোটের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
1

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত ও নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন।

বিএনপি জানায়, আজ জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়।

আরও পড়ুন:

একইসঙ্গে সভায় গত ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানানো হয়।

এর আগে, আজ দুপুরে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে গণভোট আয়িাজিত হবে।

সেখানে তিনি বলেন, ‘আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।’

এসএইচ