শিবালয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ভাইস চেয়ারম্যান রুনা আক্তার
গ্রেপ্তারকৃত ভাইস চেয়ারম্যান রুনা আক্তার | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুনা আক্তার শিবালয় উপজেলার বোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা ও মো. লিটন খানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রুনা আক্তার দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শিবালয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ‘রুনা আক্তার শিবালয় থানার একটি মামলার তদন্তের সন্দিগ্ধ আসামি। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এফএস