গ্রেপ্তারকৃত রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য পুটাইল এলাকার বাসিন্দা এবং লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত রাব্বি একই এলাকার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
র্যাব জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে চলতি বছরের ১১ অক্টোবর কালীগঙ্গা নদীর পশ্চিম পাড়ে অনুষ্ঠিত লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর ছুরিকাঘাত করে রাতুল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
এ ঘটনায় নিহত রাব্বির মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাবের অনুসন্ধানে রাতুলের অবস্থান শনাক্ত হলে চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার রাতুলকে আজ আদালতে পাঠানো হলে বিচারক তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’





