মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযানে ১৯ কোটি টাকার মালামাল জব্দ

জব্দকৃত ট্রলার
জব্দকৃত ট্রলার | ছবি: আইএসপিআর
0

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযানে ১১টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। অভিযানে প্রায় ১৯ কোটি টাকার মালামাল জব্দ করা হয়। গতকাল (শুক্রবার, ১০ অক্টোবর) কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে এ অভিযান পরিচালনা করা হয়। আজ (শনিবার, ১১ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল ও ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা।

আরও পড়ুন:

অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সঙ্গে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। এসময় আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।

আইএসপিআর আরও জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

এফএস