ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭৪

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২
একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২ |
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। আজ (শনিবার, ৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২০৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৮ হাজার ৮৬৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এফএস