শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে 'জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি'র সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন- সাড়ে ১৪ বছরে দেশে বড় পরিবর্তন আনতে পেরেছি।
সরকারপ্রধান আরও বলেন, নির্বাচনী ক্ষেত্রে সব উন্নতি হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। নির্বাচনের সব সংস্কার করেছি। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।
ভোট চুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগুন নিয়ে খেললে দেশের মানুষ মেনে নেবে না। তারা নির্বাচন বানচাল করতে চেয়েছে। কিন্তু এটা পারবে না। বাংলাদেশের নির্বাচন জনগণের অধিকার। জনগণ তার পছন্দমত ভোট দেবে, তারা যাকে ইচ্ছা ভোট দেবে এবং তারাই সরকার গঠন করবে।