ফুটবল
এখন মাঠে
ইউরোপা লিগের ফাইনালের পথে লেভারকুসেন
ইউরোপা লিগের শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার লেভারকুসেন। লিগ কাপ আর ইউরোপার শিরোপা জিতলেই প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ পাবে জার্মান চ্যাম্পিয়নরা। সেইসাথে নিজেদের অপরাজেয় রেকর্ডটিও ধরে রেখেছে জাভি আলোনসোর শিষ্যরা।

রুপকথাও হয়তো হার মানবে লেভারকুসেনের গল্পের সাথে। পরশ পাথরের ছোঁয়ায় যেমন সবকিছুই অলংকারে রুপ নিতো। ঠিক তেমনিই জাভি আলোনসো দায়িত্ব নেয়ার পর সবকিছু বদলে গেছে লেভারকুসেনের।

চলতি মৌসুমের শুরু থেকেই বুন্দেসলিগা, জার্মান কাপ ও ইউরোপ লিগা শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে ছিল দলটি। এরইমধ্যে ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে। উঠেছে জার্মান কাপের ফাইনালে।

এবার ইউরোপা লিগের ফাইনালও অনেকটা নিশ্চিত করলো বায়ার লেভারকুসেন। সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে হারিয়েছে জার্মান ক্লাবটি। এবার দ্বিতীয় লেগে নিজেদেরে ঘরের মাঠে রোমার সাথে ড্র বা ১-০ গোলে হারলেও ফাইনাল নিশ্চিত হবে আলোনসোর শিষ্যরা। এখন পর্যন্ত রেকর্ড ৪৭ ম্যাচে অপরাজিত আছে দলটি। এর আগে টানা এতো ম্যাচে অপরাজিত থেকে ট্রেবল জয়ের নজির নেই কোন ইউরোপান ক্লাবের।

প্রায় তিন যুগ আগে উয়েফা কাপে জয় পেয়েছিল বায়ার লেভারকুসেন। এবার ইউরোপা লিগের ফাইনালে খেলার হাতছানি দলটির সামনে। একই সাথে ট্রেবল জয়েরও। আর বাকি এই দুই শিরোপা তুলে ধরতে তাদের সামনে বাকি আর মাত্র তিন ম্যাচ। এখন দেখার লেভারকুসেনের এই যাত্রা কোথায় গিয়ে থামে।

ইএ