ফুটবল
এখন মাঠে
আরও একবার লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লিগ লা লিগায় ৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। একই সাথে রেকর্ড ৩৬ বারের মতো এই শিরোপা জিতলো লস ব্লাঙ্কোরা। শুধু ট্রফিই না মোট অঙ্কের আর্থিক পুরস্কারও পেতে যাচ্ছে আনচেলত্তির শিষ্যরা।

ক্লাব ফুটবলে অর্জনের দিক দিয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ পাওয়া দুষ্করই বটে। লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ বা ক্লাব বিশ্বকাপ সব প্রতিযোগিতাতেই সাফল্যে সবাইকে ছাড়িয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি।

এবারে তাদের ঝুলিতে জমা হলো আরও একটি সাফল্যের মুকুট। লা-লিগায় রেকর্ড সর্বোচ্চ ৩৬ বাবেরর মতো চ্যাম্পিয়ন হলো দলটি। তাও আবার লিগে ৪ ম্যাচ বাকি থাকতেই।

শনিবার (৪ মে) কাদিজের বিপক্ষে অনুমীয়ভাবেই ফেবারিট ছিল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটিকে ৩-০ গোলে হারায় সাদা জার্সিধারীরা। তবে তখনও দলটির তাকিয়ে থাকতে হয়েছে বার্সা-জিরোনার ম্যাচের দিকে। যে ম্যাচে বার্সা পয়েন্ট হারালেই শিরোপা উল্লাসে মাতবে রিয়াল মাদ্রিদ।

বার্সা এদিন শুধু পয়েন্টই হারায়নি হেরেছে ৪-২ গোলে। আর তাতেই রিয়াল লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়। এই হারে বার্সা নেমে এলো পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। আর অন্যদিকে এবারের লা-লিগায় চমক দেখানো জিরোনা নিশ্চিত করলো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা।

রিয়ালের শিরোপা জয়ের পাশাপাশি মোট অঙ্কের আর্থিক পুরুস্কারও পেতে যাচ্ছে দলটি। যেখানে টেলিভিশন স্বত্বের ১৭ শতাংশ মুনাফা একাই পাবে চ্যাম্পিয়ন দল। যেটা ৫৩ মিলিয়ন পাউন্ডেরও বেশি। এছাড়া টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থান থাকা দলগুলো পাবে ১৫ ও ১৩ শতাংশ টেলিভিশন স্বত্বের মুনাফা।

ইএ