ক্রিকেট
এখন মাঠে
গণভবনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতিনিধি দল। আজ (রোববার, ৫ মে) গণভবনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী অক্টোবরে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ।

আজ দুপুরে গণভবনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে যায় নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। সেখানে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক।

সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতসহ ১০টি দেশ অংশ নেবে।

ইএ