ধর্ম
দেশে এখন
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ (বুধবার, ৮ মে) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে বক্তব্যে সরকার প্রধান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে মানুষ। হাজিরা অনলাইনে সহজভাবে হজের নিবন্ধন করতে পারেন। এতে কোনো রকম হয়রানিতে পড়তে হয় না।’

তিনি বলেন, ‘আশকোনা হাজি ক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাশ করে দিচ্ছে সরকার। সারাদেশে রেল নেটওয়ার্ক করে দেয়া হচ্ছে। যার সুবিধা পাবেন হাজিরা।’

সকলের সহযোগিতা পেয়েছি বলেই বাংলাদেশ অনেক উন্নত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘হজ ব্যবস্থাপনা উন্নত করেছে সরকার। সৌদি সরকার বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’

এ সময় তিনি ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে কঠোর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে। আরব ভূখণ্ড ফিলিস্তিনিদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের অধিকার আদায়ে মুসলিম দেশগুলো এক হলে দাবি আদায় সহজ হবে। ইসলাম শান্তির ধর্ম। ধর্ম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক।’

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট চালুর কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৩০১ বিমান ৪১৯ জন হজযাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেবে।

একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকী ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ইএ