এখন ভোট
দেশে এখন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার প্রথম ধাপে ১৩৯টি উপজেলার ভোটগ্রহণ হচ্ছে। যার মধ্যে ২২টিতে ইভিএম আর বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। 

মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম ধাপের নির্বাচনে। এই ধাপে ৫৭০ জন চেয়ারম্যান পদে, ৬২৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪৪০ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 

যাদের মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছে ৫ উপজেলার ৮জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০জন। মোট ২৮জন প্রার্থী।

মঙ্গলবার (৭ মে) উপজেলাগুলোর ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সোমবার (৬ মে) এসব উপজেলায় প্রচারণা শেষ হয়েছে।

৪ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট হচ্ছে।

ইএ