এশিয়া
বিদেশে এখন
পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় তীব্র পানি সংকট
ভারতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। একদিকে গরম, আরেকদিকে পানি সংকট, সবমিলিয়ে স্থানীয়দের নাজেহাল অবস্থা। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আসছে জুন পর্যন্ত এ দাবদাহ চলবে।

গেল এক মাসের বেশি সময় ধরে তীব্র গরমে ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলো পুড়ছে। তাপমাত্রার পারদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এ পরিস্থিতিতে ওড়িশা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার ও ঝাড়খাণ্ডে জরুরি অবস্থা জারি রয়েছে।

আবহাওয়ার এই বৈরিতায় সেখানকার সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় এই সংকট তীব্র আকারে দেখা দিয়েছে।

তাপমাত্রা বাড়ার সঙ্গে নিচে নেমে গেছে পানির স্তর। বেশিরভাগ জায়গায় কূপ, নলকূপ কিংবা পানির পাম্পের সাহায্যেও খাবার পানি মিলছে না। তাই কয়েক মাইল পায়ে হেঁটে সেখানকার মানুষদের পানি সংগ্রহ করতে হচ্ছে।

স্থানীয়রা বলেন, ‘পানির জন্য আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। পুকুরের জল দিয়েই আমাদের সব কাজ করতে হচ্ছে। আবার অনেক পুকুরও শুকিয়ে গেছে।’

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, এপ্রিলে শুরু হওয়া এই তাপপ্রবাহ জুন পর্যন্ত চলবে।

এওয়াইএইচ